সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাজস্থলীতে কাঠের ব্রিজ তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগ 

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

রাজস্থলীতে কাঠের ব্রিজ তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগ 

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইতু পাড়ার নদীর উপরে কাঠের নির্মিত ব্রিজটি গত কয়েকদিনের টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ের ঢলের পানিতে একেবারে তলিয়ে গেছে। কাঠের ব্রিজটির মাঝখানে ছিড়ে দুইভাগ হয়ে একবারে ভেঙে মুচরে গেছে। 

জানাযায় কাঠের ব্রিজটি গত দের বছর আগে এলাবাসীর সার্বিক সহযোগিতায় মারমা সচেতন নাগরিক সমাজের প্রধান উপদেষ্টা সবুজ মারমার উদ্যোগে দুইটি ওয়ার্ডের পাড়াবাসী ও স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের চলাচলের সুবিধার্থে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। 

নির্মাণের পর থেকে দুই পাড়াবাসী তথা এক পাশে ৭নং ওয়ার্ড, নদীর এপার ৪নং ওয়ার্ডের মানুষ চলাচল করতে দেখা যেত। পোয়াইতু পাড়া গ্রামবাসীদের নদীর পারাপারের একমাত্র অবলম্বন এই পোয়াইতু পাড়া ব্রিজটি। 

পাড়া কারবারি সাচিংপ্রু মারমা বলেন, কাঠের ব্রিজটি তলিয়ে যাওয়ায় গত দুইদিন ধরে পাড়াবাসী চরম ঝুঁকি নিয়ে বুক সমান পানির মধ্যে নদী পার হতে হচ্ছে বলে জানান। ইউপি সদস্য সুইনুংমং মারমা বলেন, বর্তমানে নদীর দুই পাড়ে মানুষজন চরম দুর্ভোগে পড়েছে। 

এখন ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে দুই গ্রামের এপার ওপারের মানুষরা বর্ষার মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে নদীর পানিতে ভিজে পার হতে হচ্ছে। সকালে পাড়ার কৃষক-কৃষাণীদের জীবনের ঝুঁকি নিয়ে পার হতে দেখা গেছে। শিগগিরই এলাকাবাসীর দিকে তাকিয়ে দ্রুত একটি ব্রিজ কালভার্ট নির্মাণের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

টিএইচ